খাদ্যশস্য সংগ্রহ
কৃষককে ন্যায্যমূল্য প্রদান নিশ্চিতকল্পে এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে উৎপাদন মৌসুমে কৃষকের নিকট থেকে সরাসরি ধান, চাল ও গম ক্রয় করা হয়ে থাকে। কৃষক তার উৎপাদিত ধান/গম গুদামে বিক্রির জন্য নিয়ে আসলে গুদাম কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওজন ও মান সম্পর্কে নিশ্চিত হয়ে মূল্য পরিশোধের নিমিত্তে ডছঝঈ WQSC (Weight, Quality, Stock Certificate, ওজন... বিস্তারিত
-
ধান/গমের ক্ষেত্রে কৃষক/উৎপাদক হিসেবে কৃষি বিভাগের প্রত্যয়ন
চালের ক্ষেত্রে মিলারের লাইসেন্স।
খাদ্যশস্য (ধান, চাল, গম) সংগ্রহ নীতিমালা, ২০১০ এর শর্তানুসারে-
-
ধান ও গমের ক্ষেত্রে কৃষক হিসেবে কৃষি বিভাগের প্রত্যয়ন
-
চালের ক্ষেত্রে লাইসেন্সধারী চুক্তিবদ্ধ মিলার
ধান, চাল ও গমের মান সরকারি নির্দেশনা মোতাবেক।
খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা-২০১০।