cs-0238
ফেয়ার প্রাইস (ন্যায্যমূল্য)
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
একটি উপজেলা/থানার সকল ইউনিয়নের তালিকাভুক্ত অতি দরিদ্র জনগণ এ সেবা পেয়ে থাকে। প্রথমে ইউনিয়ন কমিটির মাধ্যমে উপকারভোগীর তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে অনুমোদন করাতে হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস অনুমোদিত তালিকা অনুযায়ী উপকারভোগী/সুবিধাভোগীর নামে ফেয়ার প্রাইস কার্ড তৈরি করে সরবরাহ করে। অতঃপর নিয়োগকৃত ডিলারকে ডিও ইস্যুর মাধ্যমে চালানে জমাকৃত টাকার ... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-১৭ দিন
কার্যক্রম সম্পাদনের মোট
প্রয়োজনীয় ফি
সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত মূল্যে
সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত মূল্যে
সেবা প্রাপ্তির স্থান
খাদ্য গুদাম ও ডিলারের দোকান
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,
গুদাম কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র
১. ডিলারের খাদ্যশস্য ব্যবসায়ী (ফুড গ্রেইন) লাইসেন্স থাকতে হবে
২. উপকারভোগীর ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত খাদ্যশস্যের মূল্য
সেবা প্রাপ্তির শর্তাবলি
ফেয়ার প্রাইস নীতিমালা মোতাবেক
-
অতি দরিদ্র হতে হবে
-
এরূপ অন্য কোনো কর্মসূচির উপকারভোগী হওয়া যাবে না
ফেয়ার প্রাইস কার্ডধারী হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
ফেয়ার প্রাইস নীতিমালা, ২০১০ (সংশোধিত)
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপজেলা ফেয়ার প্রাইস কমিটি / জেলা খাদ্য নিয়ন্ত্রক