cs-0095
আটাচাক্কি ও খাদ্যশস্যের খুচরা ব্যবসার লাইসেন্স প্রদান/নবায়...
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
ব্যবসায়ীর নিকট থেকে আবেদনপত্র পাওয়ার পর খাদ্য পরিদর্শক ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন /যাচাই করে সঠিক তথ্য পাওয়া সাপেক্ষে এবং চালানের মাধ্যমে টাকা জমা দেয়ার পর লাইসেন্স প্রদান করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪-৫ দিন
৪-৫ দিন
প্রয়োজনীয় ফি
সর্বোচ্চ ৫,০০০/- টাকা
খাদ্যশস্য ও খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স ফি খুচরা ১,০০০/-টাকা পাইকারী ৫,০০০/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও
খাদ্য পরিদর্শক/অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র
• নির্ধারিত ফরমে আবেদনপত্র
• আর্থিক স্বচ্ছলতার সনদ
• জাতীয় পরিচয় পত্র
• নাগরিক সনদপত্র
• ট্রেড লাইসেন্স
• ২ কপি ছবি
• মালিকানার ক্ষেত্রে মূল দলিলের ফটোকপি, ভাড়ার ক্ষেত্রে চুক্তিপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি
এস,আর,ও নং ১১২-আইন/২০১১ তে বর্ণিত শর্তাবলী অনুযায়ী
সংশ্লিষ্ট আইন ও বিধি
এস,আর,ও নং ১১২-আইন / ২০১১
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা খাদ্য নিয়ন্ত্রক