cs-0037
ওএমএস
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বাজারে খাদ্যশস্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেলে বাজারদর স্থিতিশীল রাখার জন্য সরকার ওএমএস কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কার্যক্রমের আওতায় নিম্নআয়ের মানুষ কমমূল্যে খাদ্যশস্য ক্রয় করতে পারে। নিয়োগকৃত ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-২ ঘণ্টা
১-২ ঘণ্টা
প্রয়োজনীয় ফি
৩০০ টাকা
• ডিলারের ক্ষেত্রে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প
• উপকারভোগীর ক্ষেত্রে সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত খাদ্যশস্য মূল্য
সেবা প্রাপ্তির স্থান
খাদ্য গুদাম ও ডিলারের দোকান
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র
ডিলারের খাদ্যশস্য ব্যবসায়ী (ফুড গ্রেইন) লাইসেন্স
সেবা প্রাপ্তির শর্তাবলি
নীতিমালাতে বর্ণিত শর্তাবলি
সংশ্লিষ্ট আইন ও বিধি
ওএমএস নীতিমালা, ২০১২
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপজেলা ওএমএস কমিটি / জেলা খাদ্য নিয়ন্ত্রক