সরকারি কর্মচারীদের বিভিন্ন ঋণ ও অগ্রিম পরিশোধ
সেবা গ্রহণকারী টোকেন কাউন্টারে বিল দাখিল করেন। জুনিয়র অডিটর বিলে টোকেন নং দিয়ে অডিটরের নিকট দাখিল করেন। অডিটর বিলে পে-অর্ডার লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রিকরত অফিস প্রধানের নিকট প্রেরণ করেন। বিল পাস হওয়ার পর জুনিয়র অডিটর এডভাইস লিখেন এবং স্বাক্ষরের জন্য উপজেলা অ্যাকাউন্টস অফিসারের নিকট উপস্থাপন করেন। পাসকৃত বিল অনুযায়ী এডভাইস স্বাক্ষর... বিস্তারিত
সংশ্লিষ্ট মঞ্জুরীপত্রের কপি
সরকারি কর্মচারী হতে হবে
জিএফআর ২৩৪, ২৩৬-২৪৭/এসআর ৩৬৫