এলপিসি ইস্যু/ প্রতিস্বাক্ষরকরণ
বদলির আদেশ/ দায়িত্ব হস্তান্তর পত্র ইত্যাদির ভিত্তিতে অডিটর/জুনিয়র অডিটর এলপিসি তৈরি করত স্বাক্ষরের জন্য সংশ্লিষ্ট রেজিস্টার সহ ইউএও এর নিকট উপস্থাপন করেন। ইউএও কর্তৃক স্বাক্ষর হওয়ার পর মেমো নং যুক্ত করে রেজিস্টার্ড ডাক যোগে এলপিসি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করা হয়।
বিস্তারিত১. বদলির আদেশ
২. দায়িত্ব হস্তান্তর পত্র
সেবাগ্রহীতাকেসরকারিকর্মকর্তা/কর্মচারীহতেহবে
অডিট কোডের এপেন্ডিক্স ৩ এর অনু. ৫