শিল্প সম্প্রসারণ-সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণা, সমীক্ষা জরিপ ...
শিল্প সম্প্রসারণ-সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণা, সমীক্ষা জরিপ ইত্যাদি পরিচালনা-সংক্রান্ত বিষয়টি অবহিত করার জন্য বিসিক ওয়েবসাইট/পত্রিকায় বিজ্ঞাপন প্রদান তা ছাড়াও মাঠকর্মীদের মাধ্যমে তা উদ্যোক্তাদের অবহিত করা হয়। উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক তা সরবরাহ করা হয়। এতদবিষয়ে কোনো তথ্য না থাকলে ৭দিনের মধ্যে তা তৈরি করে উদ্যোক্তাদের সরবরাহ করা হয়।
বিস্তারিত১. হাতে লেখা বা মেইলে আবেদনপত্র গ্রহণ
২. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো- ১ কপি
৩. আবেদনকারীর বায়োডাটা
৪. শিল্প সম্প্রসারণ-সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণা, সমীক্ষা জরিপ ইত্যাদি পরিচালনা সম্পর্কিত যে তথ্য চাচ্ছে তার সংক্ষিপ্ত খসড়া ধারণাপত্র
শিল্পনীতির আলোকে
BSCIC Act of parliament 1957