beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0043

শিল্পের কাঁচামাল আমদানির জন্য সুপারিশ প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ বিষয়ে সহায়ক কাগজপত্রসহ আমদানিকারকগণ আবেদন করেন। সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক কারখানা পরিদর্শন এবং কাগজপত্র যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য হলে নির্ধারিত ফি গ্রহণসাপেক্ষে কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৪-১৫ কার্যদিবস
১৪-১৫ কার্যদিবস
প্রয়োজনীয় ফি
৭৫০-৩০০০ টাকা
প্রসেসিং ফিস (সার্ভিস চার্জ) বার্ষিক কাঁচামাল আমদানির ব্যবহারের মূল্যসীমা ১.ক্ষুদ্র শিল্পঃ শ্রেণি ১. ১.০০ লক্ষ টাকা পর্যন্ত ৭৫০/= শ্রেণি ২. ১,০০,০০১.০০ টাকা ৫,০০,০০০.০০ পর্যন্ত ১১২৫/= শ্রেণি ৩. ৫,০০,০০১.০০ টাকা ১৫,০০,০০০.০০ পর্যন্ত ১৫০০/= শ্রেণি ৪. ১৫,০০,০০১.০০ টাকা ৫০,০০,০০০.০০ পর্যন্ত ১৮০০/= শ্রেণি ৫. ৫০,০০,০০১.০০ টাকা ১,০০,০০,০০০.০০ পর্যন্ত ২২৫০/= শ্রেণি ৬. ১,০০,০০,০০০.০০ এর ঊর্ধ্বে ৩০০০/= এসিড/কেমিক্যাল সংগ্রহের প্রসেসিং ফি ১.ক্ষুদ্র শিল্পঃ শ্রেণি ১. ১.০০ লক্ষ টাকা পর্যন্ত ৪৫০/= শ্রেণি ২. ১,০০,০০১.০০ টাকা ৫,০০,০০০.০০ পর্যন্ত ৭৫০/= শ্রেণি ৩. ৫,০০,০০১.০০ টাকা ১৫,০০,০০০.০০ পর্যন্ত ১০৫০/= শ্রেণি ৪. ১৫,০০,০০১.০০ টাকা ৫০,০০,০০০.০০ পর্যন্ত ১২০০/= শ্রেণি ৫. ৫০,০০,০০১.০০ টাকা ১,০০,০০,০০০.০০ পর্যন্ত ১৩৫০/= শ্রেণি ৬. ১,০০,০০,০০০.০০ এর ঊর্ধ্বে ১৫০০/=
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সম্প্রসারণ কর্মকর্তা ২. উপ-ব্যবস্থাপক ৩. জেলা শিসকে প্রধান
প্রয়োজনীয় কাগজপত্র

১.    আবেদনপত্র ও তার ক্রয়ের রসিদ

২.   জমি/দালানকোঠার মালিকানা/ভাড়ার উপযুক্ত প্রমাণপত্রের সত্যায়িত কপি। আবেদনপত্র ৩ কপি

৩.   জমি/ দালানকোঠার মালিকানা/ভাড়ার উপযুক্ত প্রমাণপত্র

৪.    যন্ত্রপাতির তালিকা, নাম, পরিমাণ, মূল্য (লক্ষ টাকায়) (সাদা কাগজে কিংবা প্যাডে স্বাক্ষরসহ)/ বৈদেশিক যন্ত্রপাতি হলে এলসি কপি, প্রফরমা ইনভয়েস কপি ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত।

৫.   কারখানার হালসনের ট্রেড লাইসেন্স

৬.   উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র

৭.   ঋণে স্থাপিত কারখানার জন্য ঋণ মঞ্জুরীপত্রের ফটোকপি

৮.   আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি

৯.   সংশ্লিষ্ট ব্যাংক সলভেন্সি সনদপত্র

১০.  লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস এন্ড এসোসিয়েশনের সনদপত্র বা

      অংশীদারিত্বের ক্ষেত্রে পার্টনারশীপ ডিড এর ফটোকপি

১১.  কোম্পানির বা নিজ নামের (e-TIN) ইটিন বা আপ-টু-ডেট ট্যাক্স পরিশোধ স্লিপ

১২.  প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশ এবং ফায়ার সনদ আপ-টু-ডেট

১৩. কাঁচামালের মানদণ্ড বা Criteria Sheet H.S. Code

১৪.  বিসিক কর্তৃক শিল্প নিবন্ধনপত্র (Industrial Registration Letter)

১৫.  কারখানার অনুকূলে Related শিল্প সমিতির (Association) Up-to-date সদস্য পদের সত্যায়িত কপি

     ১৬.  প্রযোজ্য ক্ষেত্রে উৎপাদিত পণ্যের মান, গুণাগুণ ও ধরন নিশ্চিত হওয়ার জন্য BSTI, DRUGS, BSCIR কিংবা সংশ্লিষ্ট দপ্তর হতে আপ-টু-ডেট সনদ লাগবে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

সহায়ক কাগজপত্রসহ জমাদান

সংশ্লিষ্ট আইন ও বিধি

BSCIC Act of parliament, ১৯৫৭ ও শিল্পনীতি, ২০১০ -এর আলোকে

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
শিল্প সহায়ক কেন্দ্র প্রধান অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক অথবা পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ)