beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0298

প্রাণিজাত উৎপাদিত পণ্য বিক্রয়

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

ক্রয়কারীকে প্রাণিজাত পণ্য ক্রয়ের জন্য খামার ব্যবস্থাপকের কাছে আবেদন করতে হয়। উৎপাদিত পণ্য বিক্রয় কেন্দ্রে আনা হয় এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরকারি নির্ধারিত দামে রসিদের মাধ্যমে টাকা গ্রহণ করে পণ্য সরবরাহ করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ দিন
পণ্য প্রাপ্তি সাপেক্ষে ১ দিন
প্রয়োজনীয় ফি
২০-১০০ টাকা
১. ডিম (খাবার)- ২০ টাকা/হালি ২. ডিম (উর্বর)- ২৪ টাকা/হালি ৩. একদিন বয়সের মুরগির বাচ্চা ২০ টাকা ৪. কালিং মুরগি ৯০ টাকা ৫. কালিং হাঁস ১০০ টাকা
সেবা প্রাপ্তির স্থান
বিক্রয় কেন্দ্র
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
খামার ব্যবস্থাপক, বিক্রয়কারী
প্রয়োজনীয় কাগজপত্র

রসিদ বই/পণ্যের মূল্য তালিকা/খাতা

সেবা প্রাপ্তির শর্তাবলি

নির্ধারিত মূল্যের কম বা বেশি বিক্রয় করা যাবে না। বিক্রয়মূল্যের তালিকা থাকতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসি, ২০০৭

২. অর্থ মন্ত্রণালয়ের আদেশ নং-৩৫ তাং-০৭ অক্টোবর ২০১৩

৩. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আদেশ নং ৩৬০, তারিখ ১০/১০/২০১২

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিচালক,(উৎপাদন)