beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫

একটি বাড়ি একটি খামার প্রকল্প

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

প্রকল্প সদর দপ্তর কর্তৃক ইউনিয়ন সংখ্যা নির্ধারণ এবং গ্রাম বাছাই কমিটি কর্তৃক গ্রাম বাছাইপূর্বক কার্যক্রম শুরু হয়। সদরদপ্তর কর্তৃক নির্ধারিত এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে উপকারভোগী বাছাই কমিটি দ্বারা বাছাইকৃত প্রতিটি গ্রাম হতে উপকারভোগী জরিপ এবং বাছাইসম্পন্ন শেষে প্রতি ওয়ার্ডে একটি করে সমিতি গঠন করা হয়। সমি... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬ মাস
৬ মাস
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
প্রয়োজন নেই
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা নির্বাহী অফিসার ২. উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ৩. উপজেলা সমন্বয়কারী, এবাএখা
প্রয়োজনীয় কাগজপত্র

১. ছবি

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধন সনদ

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. বাছাইকৃত গ্রামের বাসিন্দা

২. অগ্রাধিকার ভিত্তিতে গরিব পরিবার প্রতি ০১জন।


 

অগ্রাধিকার-১: গরিব পরিবার (মহিলা পরিবার প্রধান: ০ থেকে ৫০ শতক জমির মালিক)

অগ্রাধিকার-২: গরিব পরিবার (পুরুষ পরিবার প্রধান: ০ থেকে ৩০ শতক জমির মালিক)

অগ্রাধিকার-৩: গরিব পরিবার (পুরুষ পরিবার প্রধান: ৩১ শতক থেকে ৫০ শতক জমির মালিক) অগ্রাধিকার-৪: চরাঞ্চল/পাহাড়ি এলাকার গরিব পরিবার (সর্বোচ্চ ১.০০ (এক) একর জমির মালিক)

সংশ্লিষ্ট আইন ও বিধি

একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক