beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫

ছোটমণি নিবাসে শিশু প্রতিপালন ও পুনর্বাসন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

০-৭ বছরের অভিভাবকহীন, দাবিদারহীন, পরিত্যাক্ত, ঠিকানাহীন, দুর্দশাগ্রস্ত পাচারকারীদের নিকট হতে উদ্ধারকৃত এবং বিপন্ন শিশুদের থানায় জিডিকরণের মাধ্যমে ভর্তি করা হয়। ভর্তিকৃত শিশুদের রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ, চিকিৎসা, বিনোদন, শিক্ষা, প্রশিক্ষণ এবং পুনর্বাসন করার জন্য পরবর্তীতে সরকারি শিশু পরিবারে স্থানান্তর করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১ দিন
জিডি হওয়ার সাথে সাথে (১ দিন)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
বেবি হোম
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপ-তত্ত্বাবধায়ক
প্রয়োজনীয় কাগজপত্র

জিডির কপি

সেবা প্রাপ্তির শর্তাবলি

অভিভাবকহীন, দাবিদারহীন, পরিত্যক্ত, ঠিকানাহীন, দুর্দশাগ্রস্ত পাচারকারীদের নিকট হতে উদ্ধারকৃত এবং বিপন্ন শিশুদের থানায় জিডিকরণ

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. ছোটমণি নিবাস ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৩;

২. শিশু আইন, ২০১৩;

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় পরিচালক (প্রতিষ্ঠান)