cs-0291
শিক্ষক প্রশিক্ষণ
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আবেদনের প্রেক্ষিতে অথবা কর্তৃপক্ষের নির্দেশে বিষয়ভিত্তিক তালিকা প্রণয়ন করে প্রশিক্ষণের তারিখ ও স্থানের বিষয়ে শিক্ষকদের পত্র মারফত অবহিত করা হয়। অতঃপর শিক্ষকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৯-১০ দিন
প্রশিক্ষণে প্রেরণের জন্য সময় ৯-১০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
সহ: উপ: মাধ্যমিক শিক্ষা অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি
সরকারি / স্থায়ী / এমপিও ভুক্ত শিক্ষক হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
সংশ্লিষ্ট প্রশিক্ষণের নীতিমালা/গাইড লাইন অনুসারে
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা শিক্ষা অফিসার