beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0289

বিভিন্ন মৎস্য পণ্য আমদানি অনাপত্তি সনদ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আমদানিকারকগণকে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আমদানিকারকের রিপোর্ট/ আবেদনের প্রেক্ষিতে কোন দেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে তার কাগজপত্র যাচাই করা হয়। অতঃপর আমদানি পণ্য দেশের পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা তা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, ল্যাবরেটরিতে নমুনার অণুজীব এবং রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমদানিকৃত পণ্যের জ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২০ দিন
সর্বোচ্চ ২০ দিন
প্রয়োজনীয় ফি
১৫০০/- থেকে ১০,০০০/-
ল্যাব টেস্ট ফি= ১৫০০/- থেকে ১০,০০০/- (সকল ফি এর সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য)
সেবা প্রাপ্তির স্থান
মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন, রমনা, ঢাকা
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ), প্রধান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ল্যাব), অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম, ল্যাব টেস্ট রিপোর্ট, প্রোফর্মা ইনভয়েস, এলসি পেপার, লাইসেন্স ডকুমেন্টস, টেকনিক্যাল ডাটা শীট

সেবা প্রাপ্তির শর্তাবলি

মৎস্য খাদ্য বিধিমালা,  ২০১১

সংশ্লিষ্ট আইন ও বিধি

মৎস্য ও মৎস্যজাত দ্রব্য আমদানিসংক্রান্ত নীতিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক