beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0383

অসুস্থ্য শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা (আইএমসিআই)

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

০-৫ বছরের সকল শিশু আইএমসিআই কর্নারে এসে নাম নিবন্ধিত হবে। অত:পর বহি:বিভাগীয় চিকিৎসা সেবার ন্যায় চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে এ কর্নারে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে কিছু রোগের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়। যেমন এআরআই, ডায়ারিয়া, অপুষ্টি, কানপাকা, জ্বর ইত্যাদি।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ২/৩ দিন
৩০ মি: থেকে ২/৩ দিন
প্রয়োজনীয় ফি
বিনা মূল্যে
বিনা মূল্যে প্রদান করা হয়
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
মেডিকেল এসিস্ট্যান্ট/ মেডিকেল অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র

১। আইএমসিআই শিশু কার্ড
২।  আইএমসিআই গাইড লাইন,
৩।  আইএমসিআই রেজিস্টার,
 

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন শর্ত প্রযোজ্য নয়।
 

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

আইএমসিআই চিকিৎসা গাইড লাইন, ২০০০

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিভিল সার্জন