cs-0284
মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাব টেস্ট সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
জেলা ও উপজেলার অন্তর্গত উন্নয়নমূলক কাজ প্রতিটি স্তর সমাপ্তির পর সংশ্লিষ্ট ঠিকাদার কৃতকাজের ল্যাব টেস্ট করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিসে আবেদন করবেন। সংশ্লিষ্ট উপজেলা/জেলা অফিস প্রয়োজনীয় টেস্ট সম্পাদনপূর্বক সনদ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪-৪০ দিন
পরীক্ষা অনুযায়ী ৪-৪০ দিন
প্রয়োজনীয় ফি
Rate Schedule ফি
এলজিইডি’র Rate Schedule মোতাবেক নির্ধারিত ফি
সেবা প্রাপ্তির স্থান
১। নির্বাহী প্রকৌশলীর অফিস
২। উপজেলা প্রকৌশলীর অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা প্রকৌশলী
২. সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী
প্রয়োজনীয় কাগজপত্র
সেবা গ্রহণকারীর আবেদন
সেবা প্রাপ্তির শর্তাবলি
যথাসময়ে যথাযথ কাজের টেস্ট করার জন্য আবেদন
সংশ্লিষ্ট আইন ও বিধি
এলজিইডি’র ল্যবরেটরি টেস্ট ম্যনুয়াল
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. নির্বাহী প্রকৌশলী
২. আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী