beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0281

পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারজনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহীতার রেজিস্ট্রেশন করা হয়। জন্মনিয়ন্ত্রণপদ্ধতির ব্যবহারজনিত কী কী পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতা হচ্ছে তা শুনে চিকিৎসা/পরামর্শ প্রদানের পদ্ধতি ঠিক করা হয়। প্রয়োজনে সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অত:পর সেবা গ্রহীতাকে প্রয়োজনীয় পরামর্শ/ চিকিৎসা প্রদান করা হয়। জটিলতা বেশি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১০-৩০ মিনিট
১০-৩০ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. পরিবার পরিকল্পনা ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/আর ডি ৩. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৪. স্যাটেলাইট ক্লিনিক ৫. কমিউনিটি ক্লিনিক ৬. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক 7. MFSTC 8. MCHTI ৯. বেসরকারি সংস্থা ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ২. সহকারী সার্জন ৩. মেডিকেল অফিসার ক্লিনিক ৪. পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫. পরিবার কল্যাণ সহকারী ৬. বেসরকারি সংস্থার প্যারামেডিক/মাঠকর্মী
প্রয়োজনীয় কাগজপত্র

চিকিৎসার রেকর্ডপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

এমবিএস সনদ প্রাপ্ত কোন ডাক্তারের পরামর্শ মোতাবেক

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/উপজেলা পঃ পঃ অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান।