cs-0279
লিফ কালার চার্ট ব্যবহার
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
প্রযুক্তিটি সম্পর্কে উপজেলা, ইউনিয়ন, ব্লক, কৃষকদল/ক্লাব পর্যায়ে আলোচনা ও সভা অনুষ্ঠান করে নির্বাচিত কৃষক, কৃষক প্রশিক্ষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদান, প্রদর্শনী স্থাপন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়। SAAO কর্তৃক চাষিদের মধ্যে LCCব্যবহারের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। SAAO কর্তৃক চাষিদের মধ্যে LCC বিতরণপূর্বক LCC ব্যবহার প... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪-৫ দিন
৪-৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ও জেলা
পর্যায়ের কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা কৃষি কর্মকর্তা
২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫. এসএএও (SAAO)
প্রয়োজনীয় কাগজপত্র
প্রয়োজন নেই
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রকৃত কৃষক হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে