beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0275

মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আর্থিক বছরের শুরুতে বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকাপ্রাপ্তির পর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীর সাথে পরামর্শক্রমে প্রাথমিক প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক জেলা কমান্ড্যান্টের নিকট প্রেরণ করেন। জেলা কমান্ড্যান্ট উপজেলা হতে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫ দিন
প্রশিক্ষণের সময় ব্যতীত প্রায় ১৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. জেলা কমান্ড্যান্ট ২. উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ৩. উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা ৪. ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী
প্রয়োজনীয় কাগজপত্র

১.   প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন

২.   প্লাটুনভুক্তির সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

৩.   স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদ

৪.   জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)

৫.   শারীরিক যোগ্যতা/চিকিৎসা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

৬.   শিক্ষাগত যোগ্যতার সনদ

৭.   ছবি (সদ্য তোলা ও রঙিন)

৮.   মৌলিক প্রশিক্ষণ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সেবা প্রাপ্তির শর্তাবলি

বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকায় বর্ণিত শর্ত

সংশ্লিষ্ট আইন ও বিধি

১.   গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫

২.   আনসার বাহিনী আইন, ১৯৯৫

৩.   আনসার বাহিনী প্রবিধানমালা, ১৯৯৬

৪.   বাৎসরিক প্রশিক্ষণ নির্দেশিকা

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. জেলা কমান্ড্যান্ট ২. রেঞ্জ পরিচালক