মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোম)
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বিচারাধীন মহিলা ও নারী শিশু যাদেরকে আদালত হতে সেফহোমে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন তাদের ভরণ-পোষণসহ সংশ্লিষ্ট কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়। সেফহোমে অবস্থানকালীন তাদেরকে সুরক্ষা, যত্ন-পরিচর্যা,-পরিচর্যা, ভরণ-পোষণ, শিক্ষা, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কাউন্সিলিংসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে মানসিক, পারিবারিক ও সামাজিক উন... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
আদালতের নির্দেশ অনুসারে
আদালতের নির্দেশ অনুসারে
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সেফহোম
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপ-তত্ত্বাবধায়ক
প্রয়োজনীয় কাগজপত্র
আদালতের আদেশ
সেবা প্রাপ্তির শর্তাবলি
বিচারাধীন মহিলা ও নারী শিশু যাদেরকে আদালত হতে সেফহোমে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেছেন
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. শিশু আইন, ২০১৩
২. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
৩. শিশু বিধিমালা
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. উপ-পরিচালক সংশ্লিষ্ট জেলা
২. উপ-পরিচালক (ভবঘুরে কার্যক্রম)
৩. পরিচালক (প্রতিষ্ঠান)