beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0268

অনলাইনে নতুন সংযোগ আবেদন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের জন্য আবেদনকারীকে উপজেলা/জেলা পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে হয় এবং ক্যাশ শাখায় সমীক্ষা ফি জমা দিতে হয়। অতঃপর সংশ্লিষ্ট অফিস প্রধান ওয়্যারিং পরিদর্শককে প্রাথমিক সমীক্ষার জন্য দায়িত্ব প্রদান করেন। ওয়্যারিং পরিদর্শক প্রাথমিক সমীক্ষা সম্পাদনপূর্বক সদস্য সেবা কর্মকর্তার নিকট উপস্থাপন মতামতসহ প্রতিবেদন উপস্থাপন করেন। বিদ্... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৬ মাস
১. সার্ভিস ড্রপের আওতায় ১৫-৩০ দিন ২. লাইন নির্মাণের ক্ষেত্রে ৩-৬ মাস
প্রয়োজনীয় ফি
১০০- ৩১২৫ টাকা
নতুন সংযোগের জন্য আবেদন ফি ক. বাড়ি/বাণিজ্যিক/দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের জন্য একক-দলগত আবেদনের ক্ষেত্রে: একক আবেদনের ক্ষেত্রে ১০০.০০ টাকা ২ হইতে ৯ জন পর্যন্ত আবেদনের (জনপ্রতি) ক্ষেত্রে: ১০০.০০ টাকা ১০ হইতে ২০ জন পর্যন্ত গ্র“প সংবলিত আবেদনের ক্ষেত্রে (নির্ধারিত) ১৫০০.০০ টাকা ২১ জন ও তদূর্ধ্বের গ্র“প সংবলিত আবেদনের ক্ষেত্রে (নির্ধারিত): ২০০০.০০ টাকা খ. সেচ সংযোগের জন্য আবেদনের সাথে ২৫০.০০ (দুইশত পঞ্চাশ) টাকা সমীক্ষা ফি জমা প্রদান করতে হবে। সংযোগের চুক্তি সম্পাদনের প্রাক্কালে আবেদনকারীর ০২ (দুই) কপি ছবি সত্যায়িত (রঙিন) জমা দিতে হবে গ. যেকোনো ধরনের অস্থায়ী সংযোগের জন্য ১৫০০.০০ (পনেরো শত) টাকা ঘ. উপরে বর্ণিত সংযোগ ও শিল্পপ্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো সাময়িক/স্থায়ী সংযোগের জন্য ১৫০০.০০ (পনেরো শত) টাকা ঙ. শিল্পপ্রতিষ্ঠানে সংযোগের জন্য: জিপি: ২৫০০.০০ টাকা এলপি: ৫০০০.০০ টাকা চ. পোল স্থানান্তর/লাইন রুট পরিবর্তন/সমিতি কর্তৃক স্থাপিত অন্য গ্রাহকের সার্ভিস ড্রপ স্থানান্তরের জন্য: ৫০০.০০ টাকা নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ আবাসিক, বাণিজ্যিক ও দাতব্য প্রতিষ্ঠানের ফেরতযোগ্য জামানত ০.৫ কি. ও. লোড পর্যন্ত ৫০০.০০ টাকা, ০.৬ কি. ও. থেকে ১ কি. ও. পর্যন্ত ৬০০.০০ টাকা এবং ১ কি. ও. এর উপরে ৫ কি. ও. পর্যন্ত প্রতি কি. ও./ভগ্নাংশের জন্য ২০০.০০ টাকা হারে জামানত জমা নিতে হবে। ৫ কি. ও. এর ঊর্ধ্বে সংযুক্ত লোড (কি.ও. অথবা কেভিএ × ০.৯০) × ৮ ঘণ্টা × ২৫ দিন × ২ মাস × বিদ্যুৎ মূল্য হার (টাকা/প্রতি কি.ও.ঘ. সেচ (অগভীর নলকূপ সংযোগের ক্ষেত্রে জামানতের পরিবর্তে অগ্রিম বিদ্যুৎ বিল (১২৫.০০ টাকা × ৫ মাস × অশ্বশক্তি) যেমন ৫ অশ্বশক্তি =১২৫ × ৫ × ৫ = ৩১২৫.০০ টাকা সর্বনিম্ন অগ্রিম বিদ্যুৎ বিল = ৩০০০.০০ টাকা)। গভীর (নলকূপ) এর ক্ষেত্রে প্রতি অশ্বশক্তি ১০০০.০০ টাকা হিসাবে অগ্রিম বিদ্যুৎ বিল নিতে হবে। যেমন- ২৫ অশ্বশক্তি ২৫ × ১০০০ = ২৫০০০.০০ টাকা। স্ট্রীট লাইট এর ক্ষেত্রে ৬ মাসের মিনিমাম বিদ্যুৎ বিল অর্থাৎ ২৫০ × ৬ = ১৫০০.০০ টাকা। জি.পি/এলপি এর ক্ষেত্রে চুক্তিবদ্ধ লোড × ৮ ঘণ্টা × ২৫ দিন × ২ মাস রেট। অথবা, প্রতি কি. ও. ১৭২০ টাকা হিসেবে। যেমন- ৩০ কি.ও. এর জামানত ৩০ × ৮ × ২৫ × ২ × ৪.৩০ = ৫১,৬০০ টাকা। * পবিস নির্দেশিকা ১০০ সিরিজ, ও ৩০০ সিরিজ অনুযায়ী লাইন নির্মাণের খরচ (প্রযোজ্য ক্ষেত্রে) * পবিস নির্দেশিকা ৩০০ সিরিজ অনুযায়ী নিরাপত্তা জামানত প্রদান
সেবা প্রাপ্তির স্থান
এক অবস্থানে সেবা (ওয়ান পয়েন্ট সার্ভিস)
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সদস্য সেবা কর্মকর্তা ২. পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর ৩. ওয়্যারিং পরিদর্শক
প্রয়োজনীয় কাগজপত্র

নতুন সংযোগের জন্য আবেদনপত্রের সাথে নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবে

  • সংযোগ গ্রহণকারীর পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি
  • জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি
  • লোড চাহিদার কাগজপত্র
  • জমি/ভবনের ভাড়ার দলিল (যদি প্রযোজ্য হয়)
  • ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতিপত্রের দলিল
  • পূর্বের কোনো সংযোগ থাকলে ঐ সংযোগের বিবরণ ও সর্বশেষ পরিশোধিত বিলের কপি
  • অস্থায়ী সংযোগের ক্ষেত্রে গ্রাহক শ্রেণির বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • সংযোগস্থলের নির্দেশক নকশা
  • শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন।
  • পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট স্থাপন (শিল্প ও বৃহৎ বাণিজ্যিকের ক্ষেত্রে)
  • বহুতল আবাসিক/বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্ল্যাট মালিকের চুক্তিনামার   
  • সত্যায়িত কপি
  • উপকেন্দ্রে স্থাপিত সব যন্ত্রপাতির স্পেসিফিকেশন ও টেস্ট রেজাল্ট এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে প্রদত্ত উপকেন্দ্রসংক্রান্ত ছাড়পত্র

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

সেবা প্রাপ্তির শর্তাবলি

আবেদন করতে হবে এবং বিদ্যুৎ সংযোগ প্রদানের উপযুক্ত হলে ওয়্যারিং করাসহ সংশ্লিষ্ট ফি জমার রসিদ দাখিল করতে হয়।

সংশ্লিষ্ট আইন ও বিধি

পবিস নির্দেশিকা ১০০ সিরিজ, ২০০ সিরিজ ও ৩০০ সিরিজ

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পবিস সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার