beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫

মাদক অপরাধ দমন কার্যক্রম পরিচালনা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

মাদক অপরাধের কোনো গোপন সংবাদ পাওয়া গেলে তা যদি সঠিক হয় তাহলে সাথে সাথে অভিযান পরিচালনা করা হয়। সঠিক না হলে তা নজরদারিতে রাখা হয় এবং পরবর্তীতে তা যাচাই-বাছাই করে যদি সঠিক হয় তখন অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪ মাস
৪ মাস সর্বোচ্চ
প্রয়োজনীয় ফি
কোনো ফি লাগে না
কোনো ফি লাগে না
সেবা প্রাপ্তির স্থান
১. উপ-আঞ্চলিক কার্যালয় ২. সার্কেল অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্ষেত্রে: ১. উপ-পরিচালক/সহকারী পরিচালক ২. তত্ত্বাবধায়ক ৩. পরিদর্শক ৪. উপ-পরিদর্শক ৫. সহকারী পরিদর্শক ৬. সিপাই
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন নেই

সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদক অপরাধের সংবাদটি সঠিক হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ফৌজাদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, পিআরবিসহ সংশ্লিষ্ট বিধিবিধান

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত পরিচালক