beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0259

প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

১.  প্রবেশন এন্ড অফেন্ডার্স অর্ডিনেন্স-১৯৬০ (সংশোধিত-১৯৬৪) এর ৫ ধারা মোতাবেক সংশ্লিষ্ট আদালত কর্তৃক যেকোনো বয়সের প্রথমবার ও লঘু অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি অথবা অভিযুক্ত ব্যক্তি নিজে দোষ স্বীকার করলে আদালত দণ্ড স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে পরিবার বা সমাজে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির সুযোগ প্র... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩ মাস
বিজ্ঞ আদালত কর্তৃক আদেশ প্রদানের পর প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে আসার সময় থেকে। আফটার কেয়ার সার্ভিস এর পুনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদনের পর (৩ মাস)।
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা সমাজসেবা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
প্রবেশন কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

আদালতের আদেশ

সেবা প্রাপ্তির শর্তাবলি

আদালত কর্তৃক আদেশপ্রাপ্ত হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. শিশু আইন, ২০১৩

২. প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ (সংশোধিত, ১৯৬৪)

৩. প্রবেশন অব অফেন্ডার্স রুলস, ১৯৭১

৪. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. উপ-পরিচালক ২. জেলা প্রশাসক ৩. পরিচালক (কার্যক্রম) ৪. মহাপরিচালক