beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0376

নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ/বিবিধ কেসের আদেশের নকল/সার্...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনকারীর নিকট হতে আবেদনপ্রাপ্তির পর তা সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি দেওয়া হয়। অফিস সহকারী কর্তৃক আদেশের নকল লিখন/তুলনা করার পর সহকারী কমিশনার (ভূমি) এর নিকট উপস্থাপন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষান্তে তাতে স্বাক্ষর প্রদান করেন। অতঃপর আবেদনকারীকে তা সরবরাহ/প্রদান করা হয় এবং ১ কপি সংশ্লিষ্ট মোকদ্দমার নথিতে সংরক্... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ০৫ দিন
সাধারণত ১-৫ দিন
প্রয়োজনীয় ফি
২০/- টাকা
আবেদন ফি (কোর্ট ফি)- ২০/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহঃ কমিশনার (ভূমি), নামজারি সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

কোর্ট ফি যুক্ত আবেদন ও প্রয়োজনীয় সংখ্যক ফলিও কাগজ

সেবা প্রাপ্তির শর্তাবলি

কোর্ট ফিযুক্ত আবেদন দাখিল করতে হয়

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. সাক্ষ্য আইন, ১৮৭২

২. রেকর্ড ম্যানুয়াল, ১৯৪৩

৩. কোর্ট ফি আইন, ১৮৭০

৪. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০

৫. এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)