cs-0254
সংগনিরোধ সেবা প্রদান
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
কোয়ারেনটাইন অ্যাক্ট-২০১১ প্রয়োগের মাধ্যমে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে বৈদেশিক রোগবালাইয়ের অনুপ্রবেশ ও বিস্তার প্রতিরোধের জন্য কোয়ারেনটাইন সেন্টার বা চেকপোস্ট স্থাপন করা হয়ে থাকে। রোগবালাই শনাক্তকরণ করার পর মিনি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। কোনো নাগরিক উদ্ভিদ বা বীজের স্বাস্থ্য পরীক্ষার জন্য আনলে তার পরীক্ষা করে সে বিষয়ে সার্টিফিকেট প্রদান করা হয়।... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫-৭ দিন
৫-৭ দিন
প্রয়োজনীয় ফি
১০-৫০ টাকা
আমদানি ফি-১ম মে. টন ১০টাকা এবং পরবর্তী প্রতি মে. টন ১ টাকা হারে।
উদ্ভিদ স্বাস্থ্য প্রত্যয়নের ক্ষেত্রে প্রতি মে. টন ৫০ টাকা হারে।
সেবা প্রাপ্তির স্থান
৩০টি সংগনিরোধ কেন্দ্র
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপ-পরিচালক (সংগনিরোধ)
২. সংগনিরোধ কীটতত্ত্ববিদ
৩. উপ-সহকারী সংগনিরোধ
প্রয়োজনীয় কাগজপত্র
আমদানি নিবন্ধন সনদ, রপ্তানি নিবন্ধন সনদ, ভ্যাট সনদ, আয়কর সনদ, বীজ ডিলার নিবন্ধন সনদ
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রযোজ্য নয়।
সংশ্লিষ্ট আইন ও বিধি
উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, কোয়ারেনটাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে