beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0245

জিপিএফ সুদ গণনা করা ও সমাপ্তি জের নির্ধারণ এবং অ্যাকাউন্টস...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

৩০ শে জুনের পর ব্রডশীট রেজিস্টারের সাথে লেজারের মিল করার পর নির্ধারিত হারে সুদ প্রদানকরত প্রতিটি হিসাবের সমাপ্তি জের নির্ণয় করে শুদ্ধতা যাচাই ও স্বাক্ষরের জন্য ইউএও এর নিকট উপস্থাপন করতে হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা/কর্মচারীদের নামে অ্যাকাউন্টস স্লিপ ইস্যু করা হয়। বর্ণনা: ইউএও’র ক্ষেত্রে প্রযোজ্য।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
প্রতিবছর ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে
প্রতিবছর ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/জেলা/বিভাগীয়/প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ২. সুপার ৩. অডিটর ৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজন হয় না

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি কর্মচারী হতে হবে ও জিপিএফ এ চাঁদা কর্তন করতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ এর বিধি ১২

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ ২. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস ৩. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা