রিটার্ন বাতিল বা রিটার্ন দাখিলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর হা...
আবেদনপ্রাপ্তির পর প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদনপ্রাপ্তির পর পক্ষকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ করা হয়। অতঃপর দাখিলীয় কাগজপত্রাদি এবং স্বত্ব দখল বিবেচনায় কোনো আপত্তি না থাকলে এ বিষয়ে আদেশ দেওয়া হয়ে থাকে।
বিস্তারিত
১. ১০ টাকার কোর্ট ফিসহ আবেদন
২. মূল জমির মালিক মৃত্যুবরণ করলে মৃত্যু-সনদ
৩. ওয়ারিশ সনদ
৪. বণ্টননামা দলিল (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. হস্তান্তর করায় ২৫ বিঘার কম জমির মালিকে পরিণত হলে হস্তান্তরের প্রমাণ/দলিল
৬. ২৫ বিঘার অধিক জমি অর্জিত হলে মালিকানার স্বপক্ষীয় কাগজপত্র
মূল রিটার্নধারীর মৃত্যুর কারণে ওয়ারিশদের মধ্যে জমি বিভাজন বা হস্তান্তরের কারণে ভূমির পরিমাণ কমে যাওয়া বা ভূমি অর্জনের কারণে জমির পরিমাণ ২৫ বিঘার অধিক হওয়া
১. এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০
২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০
৩. ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪
৪. পরিপত্র