beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0234

বৈধ আগ্নেয়াস্ত্র জমা রাখা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বৈধ আগ্নেয়াস্ত্রের মালিক ব্যক্তিগতভাবে অথবা সরকারি নির্দেশে অস্ত্রটি থানাতে জমা দিতে আসলে প্রথমে একটি আবেদন করতে হয়। ডিউটি অফিসার অস্ত্রের কাগজপত্র পর্যবেক্ষণ করে বিস্তারিত তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করে জিডি নং দিয়ে আবেদনকারীকে একটি কপি বুঝিয়ে দেন। অতঃপর বৈধ অস্ত্রটি থানার মালখানায় নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে জ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩০ -৬০ মিনিট
৩০ -৬০ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
থানা
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. ডিউটি অফিসার ২. ওসি
প্রয়োজনীয় কাগজপত্র

আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স

সেবা প্রাপ্তির শর্তাবলি

সেবা গ্রহণকারির  আগ্নেয়াস্ত্র বৈধ হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৬ ধারা 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সাকের্ল এএসপি