cs-0233
বিচারিক সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সমবায় সমিতির যেকোনো কার্যক্রম/নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে উদ্ভূত বিরোধসংক্রান্ত বিষয়ে যেকোনো সদস্য সমিতি বা সমিতির কোনো সদস্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ডিসপুট মামলা দায়ের করতে পারেন। প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে জেলা সমবায় অফিসার কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে বিভাগীয় যুগ্ম-নিবন্ধক/উপ-নিবন্ধক (বিচার) এবং জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে ন... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫-৯০ দিন
৫-৯০ দিন
প্রয়োজনীয় ফি
১০০ টাকা
১০০/-(একশত টাকার কোর্ট ফি)
সেবা প্রাপ্তির স্থান
জেলা/বিভাগীয় সমবায়
কার্যালয়/সমবায়
অধিদপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. জেলা সমবায় অফিসার, পরিদর্শক,
২. যুগ্ম-নিবন্ধক, উপ-নিবন্ধক (বিচার), পরিদর্শক
৩. নিবন্ধক ও মহাপরিচালক, অতিরিক্ত নিবন্ধক,
যুগ্ম-নিবন্ধক, উপ-নিবন্ধক, সহকারী নিবন্ধক
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্র
সেবা প্রাপ্তির শর্তাবলি
সমবায় বিভাগ হতে নিবন্ধিত সমবায় সমিতি/সমিতির সদস্য হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০০২ সংশোধিত, ২০১৩)
২. সমবায় সমিতি বিধিমালা, ২০০৪
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে যুগ্ম-নিবন্ধক, কেন্দ্রীয় সমিতির ক্ষেত্রে নিবন্ধক ও জাতীয় সমিতির ক্ষেত্রে সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ