beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫

গর্ভবতী সেবা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

জটিল ও ঝুঁকিপূর্ণ গর্ভবতীকে পরবর্তী উন্নততর সেবা কেন্দ্রে রেফার করা হয়। রেফারের বিষয়টি সেবাগ্রহীতার লোকজনকে বুঝিয়ে বলা হয়। একটি নির্দিষ্ট রেফারাল ফর্মে ঝুঁকিপূর্ণ গর্ভবতীর সংশ্লিষ্ট তথ্যাদি লিখে সুনির্দিষ্ট কেন্দ্রে রেফার করা হয়। সম্ভব হলে এই কেন্দ্রের সাথে ফোনে যোগাযোগ করা হয়

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২০-৩০ মিনিট
২০-৩০ মিনিট (রোগীর অবস্থা/ চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করে)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. গর্ভবতীর বাড়ি ২. কমিউনিটি ক্লিনিক ৩. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৪. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক ৬. মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ৭. মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ৮. বেসরকারি সংস্থার ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), ২. মেডিকেল অফিসার ক্লিনিক/ সহকারী সার্জন ৩. সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (মহিলা) ৪. পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫. CHCSP ৬. পরিবার কল্যাণ সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

গর্ভসংক্রান্ত কোনো সেবা বা চিকিৎসার কাগজপত্র থেকে থাকলে তা সেবা কেন্দ্রে নিয়ে আসতে হবে

সেবা প্রাপ্তির শর্তাবলি

যেকোনো প্রসূতি বিনামূল্যে এ সেবা পাওয়ার অধিকার রাখেন

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২

২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/ উপজেলা পঃ পঃ অফিসারের কাছে অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান।