beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫
cs-0223

মোটরযানের রেজিস্ট্রেশন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। অতঃপর বিআরটিএ অফিস কর্তৃক আবেদন যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে একটি অ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হয়। ফি জমা প্রদানের পর গাড়িটি বিআরটিএ অফিসে হাজির করতে অনুরোধ করা হয়। গাড়িটি... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-২ সপ্তাহ
১-২ সপ্তাহ
প্রয়োজনীয় ফি
৪৫- ৯৮,০০০টাকা
মোটরযানের রেজিস্ট্রেশন ফি, গাড়ির সিসি, সিট সংখ্যা, বোঝাই গাড়ির ওজন ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে, যার তালিকা বিআরটিএর ওয়েব সাইটে রয়েছে। ১. গাড়িভেদে ৪,২০০/- -৯৮,০০০/- টাকা ২.ফিটনেস ফি হালকা গাড়ি: ৯০০/- ৩. ফিটনেস ফি ভারি গাড়ি: ১৩৫০/- ৪. প্রতিটি গাড়ির পরিদর্শন ফি ৪৫০/- টাকা এবং লেবেল বা স্টিকার ফি ৪৫/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
বিআরটিএ জেলা সার্কেল অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সহকারী পরিচালক ২. মোটরযান পরিদর্শক
প্রয়োজনীয় কাগজপত্র

১। (ক) আবেদনপত্র (‘এইচ-ফরম) মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক সত্যায়িত যথাযথ পূরণ ও স্বাক্ষর খ) যৌথ মালিকানার ক্ষেত্রে উভয়ের স্বাক্ষর এবং কোম্পানির ক্ষেত্রে স্বাক্ষর ও সিলমোহর গ) ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে হায়ার পারচেজ এগ্রিমেন্টের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের যথাযথ ডকুমেন্ট ২। আমদানিসংক্রান্ত ইনভয়েসের মূল কপি ৩। বিল অফ লেডিং এর সত্যায়িত কপি; ৪। ইমপোর্ট অনুমতি (ব্যাংক কর্তৃক সত্যায়িত); ৫। সেলস সার্টিফিকেট ৬।  সেল ইন্টিমেশন ৭। ডেলিভারি চালান ৮। প্যাকিং লিস্ট ইত্যাদি

সেবা প্রাপ্তির শর্তাবলি

ক) নির্ধারিত ফরমে ছবিসহ (ব্যক্তিমালিকানার ক্ষেত্রে) আবেদন; খ) গাড়িটির ক্রয়সংক্রান্ত সমুদয় কাগজপত্র; গ) প্রয়োজনীয় ফি প্রদানের রসিদ; ঘ) মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটির পরিদর্শন প্রতিবেদন ইত্যাদি।

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩

২. মোটরযান বিধিমালা, ১৯৮৪

৩. ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন, ২০১০

৪. The Bengal Motor Vehicles Tax Acts, 1932

৫. Motor Vehicles Rules, 1940

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
বিভাগীয় পর্যায়ে উপ-পরিচালক (ইঞ্জি:) এবং তদূর্র্ধ্ব ক্ষেত্রে চেয়ারম্যান, বিআরটিএ