মোটরযানের রেজিস্ট্রেশন
সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। অতঃপর বিআরটিএ অফিস কর্তৃক আবেদন যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে একটি অ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হয়। ফি জমা প্রদানের পর গাড়িটি বিআরটিএ অফিসে হাজির করতে অনুরোধ করা হয়। গাড়িটি... বিস্তারিত
১। (ক) আবেদনপত্র (‘এইচ-ফরম) মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক সত্যায়িত যথাযথ পূরণ ও স্বাক্ষর খ) যৌথ মালিকানার ক্ষেত্রে উভয়ের স্বাক্ষর এবং কোম্পানির ক্ষেত্রে স্বাক্ষর ও সিলমোহর গ) ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে হায়ার পারচেজ এগ্রিমেন্টের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের যথাযথ ডকুমেন্ট ২। আমদানিসংক্রান্ত ইনভয়েসের মূল কপি ৩। বিল অফ লেডিং এর সত্যায়িত কপি; ৪। ইমপোর্ট অনুমতি (ব্যাংক কর্তৃক সত্যায়িত); ৫। সেলস সার্টিফিকেট ৬। সেল ইন্টিমেশন ৭। ডেলিভারি চালান ৮। প্যাকিং লিস্ট ইত্যাদি
ক) নির্ধারিত ফরমে ছবিসহ (ব্যক্তিমালিকানার ক্ষেত্রে) আবেদন; খ) গাড়িটির ক্রয়সংক্রান্ত সমুদয় কাগজপত্র; গ) প্রয়োজনীয় ফি প্রদানের রসিদ; ঘ) মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটির পরিদর্শন প্রতিবেদন ইত্যাদি।
১. মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩
২. মোটরযান বিধিমালা, ১৯৮৪
৩. ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন, ২০১০
৪. The Bengal Motor Vehicles Tax Acts, 1932
৫. Motor Vehicles Rules, 1940