cs-0215
গর্ভোত্তর সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সেবাগ্রহীতা আসলে প্রথমে তার রেজিস্ট্রেশন করা হয়। সেবা প্রদানের সময় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে পরিচর্যা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। প্রসবের পরপরই মাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। সাধারণত প্রসবের ৪২ দিন পর্যন্ত এ সেবা দেওয়া হয়ে থাকে।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২০-৩০ মিনিট
২০-৩০ মিনিট (ক্ষেত্রমতে ১-২ ঘণ্টা পর্যন্ত লাগে)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. এম সি এইচ এফপি ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/আর ডি
৩. মা ও শিশু কল্যাণ কেন্দ্র
4. MFSTC
5. MCHTI
৬. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক
৭. বেসরকারি সংস্থার ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি),
২. মেডিকেল অফিসার ক্লিনিক/ সহকারী সার্জন
৩. সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (মহিলা)
৪. পরিবার কল্যাণ পরিদর্শিকা
প্রয়োজনীয় কাগজপত্র
গর্ভসংক্রান্ত কোনো সেবা বা চিকিৎসার কাগজপত্র থেকে থাকলে তা সেবা কেন্দ্রে নিয়ে আসতে হবে
সেবা প্রাপ্তির শর্তাবলি
যেকোন প্রসূতি বিনামূল্যে এ সেবা পাওয়ার অধিকার রাখেন
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২
২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার এমসিএইচ (এফপি)/উপজেলা পঃ পঃ অফিসারের কাছে অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবাকেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান।