বালাই নাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান
আবেদনকারী কর্তৃক খুচরা লাইসেন্সের আবেদনপত্র দাখিল করেন। পরিদর্শক কর্তৃক আবেদনকারীর বিষয়টি সরজমিনে যাচাই করে ইউএও-এর নিকট প্রতিবেদন দাখিল করেন। সকল কাগজপত্রসহ আবেদন জেলায় প্রেরণ করা হয়। জেলাতে উপ-পরিচালকের অনুমোদনের পর পিপিএস কর্তৃক লাইসেন্স প্রদান করে উপজেলা অফিসে প্রেরণ করা হয়। অতঃপর উপজেলা অফিস হতে আবেদনকারীকে লাইসেন্স সরবরাহ করা হয়ে থাকে।
... বিস্তারিতক. আবেদনপত্র
খ. ৩০০/১০০০ টাকার ট্রেজারি চালান (খুচরা ৩০০/- এবং পাইকারি ১০০০/-)
গ. ট্রেড লাইসেন্স সনদপত্রের সত্যায়িত কপি
ঘ. গুদাম/দোকানের কাগজের সত্যয়িত কপি
ঙ. আবেদনকারীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
চ. জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্বের সনদ
ছ. পাইকারি লাইসেন্সের ক্ষেত্রে আয়কর সনদপত্রের সত্যায়িত কপি
জ. আইনানুসারে অঙ্গীকারনামা
ঝ. নিজস্ব ঘর না হলে ভাড়ার চুক্তিপত্র
ট্রেড লাইসেন্স, দোকান ও গুদাম থাকতে হবে
দি পেস্টিসাইড অর্ডিনেন্স, ১৯৭১, পেস্টিসাইড, রুলস, ১৯৮৫ এবং পেস্টিসাইড, রোলস এমেন্ডমেন্ট, ২০১০