beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0367

পরিত্যক্ত সম্পত্তির (এপি) ইজারাগ্রহীতার নাম পরিবর্তন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনপ্রাপ্তির পর  প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রতিবেদনপ্রাপ্তির পর পক্ষকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় কোনো আপত্তি না থাকলে অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২০-২৫ দিন
সাধারণত ২০-২৫ দিন
প্রয়োজনীয় ফি
নির্ধারিত ফি
* অবস্থান ও পরিমাণ অনুযায়ী নির্ধারিত * ইজারামূল্য ১০ টাকার কোর্ট ফি
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র
পূর্ব লিজ গ্রহীতার বা  সংশ্লিষ্টদের অনাপত্তি পত্র
ওয়ারিশ সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

সেবা প্রাপ্তির শর্তাবলি

দাবির স্বপক্ষে কাগজ সহ আবেদন দাখিল

সংশ্লিষ্ট আইন ও বিধি

১.    এসএ এ্যান্ড টি এ্যাক্ট ১৯৫০
২.    ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০
৩.    সময়ে সময়ে জারীকৃত পরিপত্র

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক