cs-0203
মান সম্পন্ন বীজ উৎপাদনে সহায়তা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আগ্রহী ও প্রগতিশীল চাষি এবং জমি নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান হয় এবং গুরুত্বপূর্ণ শর্ত ও সাবধানতা বিষয়ে জানানো হয়। প্রদর্শনী প্লট স্থাপন, মাঠ পরিদর্শন, পরামর্শ প্রদান, মনিটরিং, উপযুক্ত সময়ে রোগিং বা বাছাই করে মাঠ দিবস ও র্যালির আয়োজন করা হয় এবং উৎপাদিত বীজ/শস্য সংগ্রহ, গ্রেডিং ও সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পার্... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
২০-২৫দিন
বাছাই সময়: ২০-২৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা কৃষি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা কৃষি কর্মকর্তা
২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫. এসএএও (SAAO)
প্রয়োজনীয় কাগজপত্র
প্রয়োজন নাই
সেবা প্রাপ্তির শর্তাবলি
প্রকৃত কৃষক হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
উপ-পরিচালক, জেলা কার্যালয়