cs-0202
মৎস্য হ্যাচারি নিবন্ধন
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
নির্ধারিত ফরমে, নির্ধারিত ফি প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা মৎস্য অফিসে আবেদন করতে হয়। সংশ্লিষ্ট সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক পরিদর্শন এবং নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহীত নমুনা সিনিয়র/উপজেলা মৎস্য কর্মকর্তার সুপারিশসহ জেলা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক সুপারিশমালা পর্যালোচনা, প্রযোজ্য ক্ষেত্রে পরিদর্শন ... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৯-৬০ দিন
৯-৬০ দিন
প্রয়োজনীয় ফি
৫০০-৫০০০ টাকা
আবেদন ফি-৫০০/- এবং হ্যাচারির ধরন অনুসারে লাইসেন্সের জন্য ২০০০-৫০০০/- নির্ধারিত ফি প্রদান করতে হয়। (সকল ফি এর সাথে ১৫% ঠঅঞ প্রযোজ্য)
সেবা প্রাপ্তির স্থান
জেলা মৎস্য দপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
জেলা মৎস্য কর্মকর্তা/সিনিয়র উপজেলা/ উপজেলা মৎস্য কর্মকর্তা/সহকারী মৎস্য কর্মকর্তা/ক্ষেত্র সহকারী/অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র
ট্রেড লাইসেন্স, আয়কর সনদপত্র, ভ্যাট রেজিস্ট্রেশন সনদপত্র, মৎস্যবীজ উৎপাদনের জন্য হলফনামা, মৎস্য উৎপাদন পরিকল্পনা, ব্রুড উন্নয়ন পরিকল্পনা, হ্যাচারি লেআউট
সেবা প্রাপ্তির শর্তাবলি
মৎস্য হ্যাচারি বিধিমালা, ২০১১ মোতাবেক প্রযোজ্য শর্তাবলি
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. মৎস্য হ্যাচারি আইন, ২০১০ এবং
২. মৎস্য হ্যাচারি বিধিমালা, ২০১১
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
বিভাগীয় উপ-পরিচালক