beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0364

জমির অখণ্ডতার সনদের জন্য আবেদন নিষ্পত্তিকরণ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

আবেদনপ্রাপ্তির পর সরজমিন তদন্ত ও রেকর্ডপত্র/দলিলাদি যাচাই অন্তে প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ এবং শুনানির তারিখ ধার্য করে আবেদনকারীসহ সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করা হয়। ধার্য তারিখে পক্ষগণের বক্তব্য গ্রহণ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন এবং দাখিলকৃত দলিলাদি/কাগজপত্র পর... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-২০ দিন
সাধারণত ১৫-২০ দিন
প্রয়োজনীয় ফি
১০ টাকার কোর্ট ফি
১০ টাকার কোর্ট ফি ব্যতিত অন্য কোন খরচ নাই
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহকারী কমিশনার (ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র

১। ১০ টাকার কোর্ট ফি সহ আবেদন
২। দাবির/মালিকানার স্বপক্ষীয় কাগজপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

দাবির স্বপক্ষে কাগজ সহ আবেদন দাখিল

সংশ্লিষ্ট আইন ও বিধি


•    এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০
•    ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০

 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক