beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0362

জরুরি প্রসূতি সেবা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

গর্ভবতী মা হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা নিতে আসলে দ্রুততার সাথে তার চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় ( স্বাভাবিক প্রসব অথবা সিজারিয়ান অপারেশন)।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ০১ দিন
১ দিন প্রায়
প্রয়োজনীয় ফি
বিনা মূল্যে
সম্পূর্ন বিনা মূল্যে প্রদান করা হয়
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
চিকিৎসক নার্স
প্রয়োজনীয় কাগজপত্র

১। এএনসি কার্ড
২।   রেফারেল স্লিপ

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন শর্ত প্রযোজ্য নয়

 

সংশ্লিষ্ট আইন ও বিধি

জরুরি প্রসুতি সেবা গাইড লাইল-১৯৯৮

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিভিল সার্জন