beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0197

ক্ষতিপূরণ প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

১.  সরকারি প্রজ্ঞাপনের আলোকে ধ্বংসকৃত হাঁস-মুরগির তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়।

২.  ধ্বংসকৃত মোরগ-মুরগির তালিকা ইউএলও এবং ডিএলও এর মাধ্যমে মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়।

৩. মহাপরিচালক কর্তৃক অনুমোদনের পর প্রকল্প পরিচালকের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে বরাদ্দ প্রদান করা হয়।

৪.  জেলা প্রশাসক টাকা উত... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩০ দিন
৩০ দিন
প্রয়োজনীয় ফি
সরকার নির্ধারিত মূল্য
সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ক্ষতিপুরণ প্রদান করা হয়
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা প্রাণিসম্পদ অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
প্রয়োজনীয় কাগজপত্র

প্রাণি ধ্বংসের বিবরণী, পত্রের বিবরণী

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রাণী সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ধ্বংস হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কমপেনসেশন স্ট্রেটেজি, ২০০৮

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর