beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0196

মৎস্য বিষয়ক পরামর্শ (প্রযুক্তি, রোগ ও উপকরণ সংগ্রহ)

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

মৎস্যচাষি/মৎস্যজীবী/উদ্যোক্তাগণ সরাসরি, ই-মেইল, মোবাইলের মাধ্যমে সমস্যা জানালে রেজিস্টারে নিবন্ধীকরণের পর সরাসরি পরামর্শ প্রদান অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। প্রয়োজনে মাঠ পরিদর্শন করে পরামর্শ প্রদান করা হয় এবং রিপোর্ট দেওয়া হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১-৫ দিন
১-৫ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা মৎস্য দপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সিনিয়র উপজেলা/মৎস্য কর্মকর্তা ২. সহকারী মৎস্য কর্মকর্তা ৩. ক্ষেত্র সহকারী ৪. অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই

সেবা প্রাপ্তির শর্তাবলি

প্রকৃত মৎস্যচাষি/মৎস্যজীবী/মৎস্য উদ্যোক্তা যে কেউ পরমার্শ গ্রহণ করতে পারেন

সংশ্লিষ্ট আইন ও বিধি

- মৎস্য প্রযুক্তি বিষয়ক ম্যানুয়েল

- ক্ষুদ্রঋণ নীতিমালা

- জলমহাল নীতিমালা

- মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের কৌশলপত্র

- মৎস্য বিষয়ক আইনসমূহ

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা মৎস কর্মকর্তা