cs-0195
বহিঃবিভাগীয় চিকিৎসা সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বহিঃবিভাগে রোগী আসার পর তার নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। অতঃপর রোগীর সমস্যা সাধারণ হলে বহিঃবিভাগীয় চিকিৎসক চিকিৎসা প্রদান করে ঔষধ দিয়ে ছেড়ে দেন। আর রোগীর সমস্যা বেশি হলে পরীক্ষার জন্য প্রেরণ করেন। পরীক্ষার রিপোর্ট যাচাই করে চিকিৎসা প্রদান সম্ভব হলে চিকিৎসা প্রদান করেন অন্যথায় একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎস... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ২/৩ দিন
৩০ মি: থেকে ২-৩ দিন
প্রয়োজনীয় ফি
১৫ টাকা
১. বহিঃবিভাগ ফি-৫টাকা
২. ভর্তি ফি-১০টাকা
৩. এক্স-রে এবং অন্যান্য পরীক্ষা- নিরীক্ষার ফি-সরকারি বিধি মোতাবেক
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. বহিঃবিভাগীয় চিকিৎসক
২. বিশেষজ্ঞ চিকিৎসক
৩. নার্স
প্রয়োজনীয় কাগজপত্র
১. বহিঃবিভাগের রেজিস্টার
২. বহিঃবিভাগের চিকিৎসাপত্র
৩. পরীক্ষা-নিরীক্ষার ফরম
সেবা প্রাপ্তির শর্তাবলি
সরকারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয়, অসুস্থ যে কেউ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে
সংশ্লিষ্ট আইন ও বিধি
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার ৩০/৯/২০০৯ তারিখের প্রজ্ঞাপন
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিভিল সার্জন