beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0190

মৎস্য বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন প্রদর্শনী স্কিম ...

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

মৎস্যচাষি/মৎস্যজীবীগণ মৎস্য বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন প্রদর্শনী স্কিম গ্রহণের জন্য আবেদন করেন অথবা ইউনিয়ন পরিষদ এবং ক্ষেত্র সহকারী যৌথভাবে অথবা এককভাবে তালিকা প্রস্তুত করেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনুমোদিত তালিকা এবং উপজেলা পরিষদের অনুমোদনের ভিত্তিতে স্কিম নির্বাচনপূর্বক বাস্তবায়ন করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-৬০ দিন
স্কিম নির্বাচন সর্বোচ্চ ৬০ দিন, ক্রয় প্রক্রিয়া ১৫-৪০ দিন, বাস্তবায়ন ৩০-৬০ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা মৎস্য দপ্তর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তা ২. সহকারী মৎস্য কর্মকর্তা ৩. ক্ষেত্র সহকারী/ অফিস সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

ক.  জমির দলিল/পর্চা/লিজসংক্রান্ত কাগজপত্র।

খ.  জমির মালিকের অনাপত্তি পত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

মৎস্য চাষ বা মৎস্য বিষয়ক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র থাকতে হবে।

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. বিল নার্সারিসংক্রান্ত কার্যক্রমের পরিপত্র

২. কাবিখা নীতিমালা

৩. পিপিআর-২০০৮

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা মৎস্য কর্মকর্তা