cs-0187
অন্ত: বিভাগীয় চিকিৎসা সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
বহিঃবিভাগ বা জরুরি বিভাগের মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থা জটিল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পর তা যাচাই করা হয়। যাচাই অন্তে অবস্থা নিয়ন্ত্রণাধীন হলে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। আর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসালয়ে রেফার করা হয়।
বিস্তারিতসেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ২ দিন
৩০ মি থেকে ২ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
এক্স-রে এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ফি সরকারি বিধি মোতাবেক
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় এবং
আয়া
প্রয়োজনীয় কাগজপত্র
• বহির্বিভাগ বা জরুরি বিভাগের টিকিট
• ভর্তি ফরম
সেবা প্রাপ্তির শর্তাবলি
বহিঃর্বিভাগ বা জরুরি বিভাগ হইতে ভর্তিকৃত রোগী
সংশ্লিষ্ট আইন ও বিধি
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার ৩০/৯/২০০৯ তারিখের প্রজ্ঞাপন
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিভিল সার্জন