beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0358

সার্টিফিকেট মামলা সংক্রান্ত

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের আদায়যোগ্য পাওনা যা তামাদি হয়নি মর্মে সন্তুষ্ট হলে পিডিআর অ্যাক্ট, ১৯১৩ এর ৪ ধারা মোতাবেক কার্যক্রম শুরু করা হয়। দেনাদারের নিকট দাবিদারের পাওনা জানিয়ে ৭ ধারা অনুযায়ী নোটিশ জারি করা হয়। দেনাদার দাবিকৃত পাওনা পরিশোধ করেন অথবা সম্পূর্ণ/আংশিক দাবি অস্বীকার করে আপত্তি দাখিল করতে পারেন। শুনানি অন্তে আপত্তি নিষ্পত্তি করা... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৬ মাস
৬ মাস
প্রয়োজনীয় ফি
স্ট্যাম্প/ কোর্ট ফি
সরকারিদাবী অনুযায়ী নির্দিষ্ট হারে স্ট্যাম্প/ কোর্ট ফি
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
উপজেলা নির্বাহী অফিসার/সার্টিফিকেট সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

কোর্ট ফি/স্ট্যাম্প

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. সরকারি পাওনা অনাদায়ী
২. পাওনার স্বপক্ষে প্রমাণাদি

সংশ্লিষ্ট আইন ও বিধি

P.D.R. Act, 1913

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক