beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৫
cs-0184

সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

স্থানীয়ভাবে আগ্রহী ব্যক্তিদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনপত্রগুলো প্রাথমিক যাচাই-বাছাইসম্পন্ন করা হয়। অতঃপর আবেদনকারীদের কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে সনদপত্র ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৪ মাস
দাপ্তরিক কার্যক্রম ৪০-৪৫ দিন (প্রশিক্ষণের সময়-৩ মাস)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
অফিস সহকারী, মিশন কার্যালয়,মিশন প্রধান, প্রোগ্রাম অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র

১.  যাকাত পাওয়ার উপযুক্ত প্রমাণে মসজিদ কমিটির সভাপতি/ইমামের সনদপত্র

২.  শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

১.  যাকাত প্রাপ্যতার উপযোগী হতে হবে

২.  দাখিল/এসএসসি পাস হবে হবে

৩.  বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে

৪.  আত্মকর্মসংস্থানের জন্য আগ্রহী হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

যাকাত ফান্ড অধ্যাদেশ, ১৯৮২

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিচালক, ইসলামিক মিশন