beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0357

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

ইপিআই কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় প্রচার মাধ্যম ও আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে অথবা হাসপাতালে ০-১১ মাস বয়সি শিশুদের নিয়ে আসতে হয়। অতঃপর কর্মসূচি অনুযায়ী (প্রাপ্যতা অনুযায়ী) যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুরেলা এই ৯টি  ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৫-১০ মিনিট
৫-১০ মিনিট
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
হেলথ সহকারী/পরিবার কল্যাণ সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র

১। টিকা কার্ড
২। গর্ভবতী কার্ড

 

সেবা প্রাপ্তির শর্তাবলি

অসুস্থ যে কেউ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে

সংশ্লিষ্ট আইন ও বিধি

ইপিআই গাইড লাইন, ১৯৮৯ 

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিভিল সার্জন