beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0182

প্রসব সেবা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

ক্লিনিকে আসার পরই প্রসব সেবা প্রক্রিয়া শুরু করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা কর্মী দ্বারা স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়। Essential Obstetric Care (EOC) সুবিধা সম্পন্ন কেন্দ্রে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য সেবা প্রদান করেন। প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে যথাযথ সেবাকেন্দ্রে রেফার করা হয় । 

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩ দিন
৩০ মিনিট - ৩ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
১. গর্ভবতীর বাড়ি ২. কমিউনিটি ক্লিনিক ৩. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৪. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫. মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক ৬. মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ৭. মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ৮. বেসরকারি সংস্থার ক্লিনিক
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ২. মেডিকেল অফিসার (ক্লিনিক)/ সহকারী সার্জন ৩. পরিবার কল্যাণ পরিদর্শিকা ৪. প্রসব বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী (সিএসবিএ) ৫. বেসরকারি সংস্থার প্যারামেডিক
প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমান ও পূর্বের গর্ভসংক্রান্ত কোন সেবা প্রাপ্তির বা চিকিৎসার কাগজপত্র থেকে থাকলে তা সেবাকেন্দ্রে নিয়ে আসতে হবে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

যে কোন প্রসূতি বিনামূল্যে এ সেবা পাওয়ার অধিকার রাখেন । 

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২

২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/সহকারী পরিচালক (সিসি) এবং বেসরকারি সংস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রপ্রধান ।