beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫
cs-0180

মাদকদ্রব্য রপ্তানির ছাড়পত্র প্রদান

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপ-অঞ্চলে মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট উপ-অঞ্চল কর্তৃক তদন্ত করে মতামতসহ প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। প্রশাসন অধিশাখা কর্তৃক যাচাই-বাছাই করে আপত্তি না থাকলে মাদকদ্রব্য রপ্তানির ছাড়পত্র প্রদান করা হয়ে থাকে।

বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
সর্বোচ্চ ৩০ দিন
৩০ দিন (সর্বোচ্চ)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপ-আঞ্চলিক কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
• মহাপরিচালক • অতিরিক্ত মহাপরিচালক • পরিচালক (প্র.) • উপ-পরিচালক (প্র.) • সহকারী পরিচালক (প্র.) • অফিস সহকারী (প্র.) • অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয় • অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক কার্যালয় • উপ-পরিচালক/সহকারী পরিচালক, উপ-আঞ্চলিক কার্যালয় • অফিস সহকারী, আঞ্চলিক কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্রতিষ্ঠানটির প্যাডে আবেদন
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হালনাগাদ রপ্তানি লাইসেন্স
  • যে সকল ঔষধ রপ্তানি করতে ইচ্ছুক তার নাম ও পরিমাণ
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র
  • প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র
  • প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হালনাগাদ ড্রাগ ম্যানুফ্যাকচার লাইসেন্সের কপি, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সুপারিশ, রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি
  • প্রতিষ্ঠানটির ব্যাংক সলভেন্সির সনদ
  • মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অডিট রিপোর্ট
  • ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
সেবা প্রাপ্তির শর্তাবলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯

সংশ্লিষ্ট আইন ও বিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৯৯ প্রযোজ্য

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়