পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপসম্পন্ন করে ক ও খ গ্র“পভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০টি সামাজিক কার্যক্রম অবহিত ও অভ্যস্ত করানো হয়। অতঃপর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণপ... বিস্তারিত
নির্ধারিত ফরমে আবেদন, পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র
নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:
১. আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/ সদস্যা
২. সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবাপ্রাপ্তির জন্য ক ও খ শ্রেণিভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৫০,০০০/- হতে ৬০,০০০/- পর্যন্ত
৩ সুদমুক্ত ক্ষুদ্রঋণ ব্যতীত অন্যান্য সেবাপ্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণিভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০,০০০ হাজার টাকার ঊর্ধ্বে
পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা (৩য় সংস্করণ)
ক গ্র“প: যাদের পারিবারিক গড় আয় ৫০,০০০/- পর্যন্ত
খ গ্র“প: যাদের পারিবারিক গড় আয় ৫০,০০১/- থেকে ৬০,০০০/- পর্যন্ত
গ গ্র“প: যাদের পারিবারিক গড় আয় ৬০,০০১/- ঊর্ধ্বে
গ গ্র“পভুক্ত পরিবার ঋণ সুবিধা ব্যতীত অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন