beta version
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫
cs-0170

শিক্ষকদের পেনশন

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

সংশ্লিষ্ট শিক্ষককে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য সাধারণত ১মাস পূর্বে উপজেলা শিক্ষা অফিস থেকে  পত্র প্রেরণ করা হয়ে থাকে। দাখিলকৃত কাগজপত্র শিক্ষা অফিসের সংশ্লিষ্ট অফিস সহকারী যাচাই করে উচ্চমান সহকারীর নিকট উপস্থাপন করেন, উচ্চমান সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট উপস্থাপন করেন। উপজেলা শিক্ষা অফিসার যাচাই করার পর ... বিস্তারিত

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
১৫-২৮ দিন
সকল কাগজপত্র ঠিক থাকলে আবেদনের পর থেকে ১৫-২৮ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা শিক্ষা অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা শিক্ষা অফিস ২. জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৩. উপজেলা/জেলা হিসাবরক্ষণ অফিসার
প্রয়োজনীয় কাগজপত্র

প্রযোজ্যক্ষেত্রে পিআরএল (প্রচলিত পদ্ধতিতে) শেষ হওয়ার পর নিম্নোক্ত কাগজপত্র উপজেলা/থানা শিক্ষা অফিসে দাখিল করতে হয়:

১.    নির্ধারিত ফরমে পেনশন প্রাপ্তির জন্য আবেদনপত্র (৩ কপি )

২.    সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (সত্যায়িত)

৩.   চাকরির পূর্ণ বিবরণী

৪.    নিয়োগপত্র

৫.   পদোন্নতির পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৬.    উন্নয়ন খাতের চাকরি হয়ে থাকলে রাজস্ব খাতে স্থানান্তরের সকল আদেশের কপি

৭.    সার্ভিস বই

৮.   পাসপোর্ট আকারের ৬ (ছয়) কপি সত্যায়িত ছবি

৯.    নাগরিকত্ব সনদ

১০.  হাতের পাঁচ আঙুলের ছাপসংবলিত প্রমাণপত্র

১১.  নমুনা স্বাক্ষর

১২.  ব্যাংক হিসাব নম্বর

১৩.  চাকরি স্থায়ীকরণ-সংক্রান্ত আদেশ

১৪.  উত্তরাধিকারী/ ওয়ারিশ নির্বাচনের সনদ

১৫.  অডিট আপত্তি ও বিভাগীয় মামলা নেই মর্মে সুস্পষ্ট লিখিত সনদ

১৬.  অবসর উত্তর ছুটি (পিআরএল) এর আদেশের কপি।

 

পারিবারিক পেনশনের ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:

১.    নির্ধারিত ফরমে পেনশন-প্রাপ্তির আবেদন করতে হবে (৩ কপি)

২.    মৃত্যুসংক্রান্ত সনদ

৩.    নিয়োগপত্র

৪.    পদোন্নতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৫.    শিক্ষাগত যোগ্যতা

৬.    উন্নয়ন খাতে চাকরি হয়ে থাকলে রাজস্ব খাতে স্থানান্তরের সকল আদেশের কপি

৭.    সার্ভিস বই

৮.    চাকরির পূর্ণ বিবরণী

৯.    নাগরিকত্ব সনদ

১০.  উত্তরাধিকারীর/ওয়ারিশ সনদ

১১.  মৃত্যুর দিন পর্যন্ত বেতনপ্রাপ্তির সনদ

১২.  পাসপোর্ট আকারের ৬ (ছয়) কপি সত্যায়িত ছবি

১৩.  নমুনা স্বাক্ষর

১৪.  উত্তরাধিকারী/ওয়ারিশগণের ক্ষমতাপত্র

১৫.  বিধবা হলে পুনর্বিবাহ না করার সনদ

১৬.  না-দাবি পত্র

১৭.  শেষ বেতনের প্রত্যয়নপত্র (ইএলপিসি)

১৮.  ব্যাংক হিসাব নম্বর ইত্যাদি

সেবা প্রাপ্তির শর্তাবলি

১.  ত্রুটিমুক্ত সার্ভিস বহি

২.  সার্ভিস বই-এ চাকরিসংক্রান্ত সকল তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ থাকতে হবে

৩.  হালফিল সার্ভিস বহি

৪.  রাজস্ব খাতভুক্ত শিক্ষক

সংশ্লিষ্ট আইন ও বিধি

১. সরকারি কর্মচারী পেনশন নীতিমালা, ১৯৭৪

২. পেনশন সহজিকরণ আইন, ১৯৮৫

৩. বেসামরিক চাকুরেদের পেনশন সহজিকরণ প্রজ্ঞাপন, ২০০৯

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. জেলা/প্রাথমিক শিক্ষা অফিসার ২. মহাপরিচালক