cs-0168
সরকারি কর্মচারীদের বিভিন্ন ঋণ ও অগ্রিম পরিশোধ
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
সেবা গ্রহণকারী টোকেন কাউন্টারে বিল দাখিল করেন। জুনিয়র অডিটর বিলে টোকেন নং দিয়ে অডিটরের নিকট দাখিল করেন। অডিটর বিলে পে-অর্ডার লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রিকরত অফিস প্রধানের নিকট প্রেরণ করেন। বিল পাস হওয়ার পর জুনিয়র অডিটর এডভাইস লিখেন এবং স্বাক্ষরের জন্য উপজেলা অ্যাকাউন্টস অফিসারের নিকট উপস্থাপন করেন। পাসকৃত বিল অনুযায়ী এডভাইস স্বাক্ষর... বিস্তারিত
সেবা প্রাপ্তির সময় (সাধারণত)
৩ দিন
৩ দিন
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. উপজেলা/জেলা/বিভাগীয়/প্রধান
হিসাবরক্ষণ কর্মকর্তা
২. সুপার
৩. অডিটর
৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র
সংশ্লিষ্ট মঞ্জুরীপত্রের কপি
সেবা প্রাপ্তির শর্তাবলি
সরকারি কর্মচারী হতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
জিএফআর ২৩৪, ২৩৬-২৪৭/এসআর ৩৬৫
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ
২. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা
৩. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস